স্বভাবে যে ৯টি লক্ষণ থাকলে বুঝবেন আপনিও একজন হানিফ সংকেত
by Bishal Dhar
১৮:০৪, ১৬ মার্চ ২০২৩
এমন বাংলাদেশি পাওয়া দুস্কর যার বিটিভিতে প্রচারিত ইত্যাদি অনুষ্ঠান ভালো লাগে না। কারণ কোনো এক অদ্ভুত কারণে এখনও ইত্যাদি দেখতে বসলে এক মিনিটের জন্যও বিরক্ত লাগে না আমাদের। আর এই জনপ্রিয় অনুষ্ঠান তৈরির পেছনে যে মানুষটির অবদান সবচেয়ে বেশি তিনি হচ্ছেন, হানিফ সংকেত। নিঃসন্দেহে বাংলাদেশে আর কোন মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেতের মতো একটি অনুষ্ঠান দিয়ে একদম গনমানুষের কাছে পৌঁছে যেতে পারেননি। আজ আমাদের আয়োজন সেই হানিফ সংকেত কে নিয়েই, মিলিয়ে নিন আর জেনে নিন আপনিও মনে মনে একজন হানিফ সংকেত কিনা
১. আপনি ছন্দ মিলিয়ে কথা বলাতে বেশ ওস্তাদ
২. আপনি চিরতরুণ ১০ বছর আগে যেমন ছিলেন এখনো তেমনই আছেন
৩. পরিবেশবান্ধব গাছ আর মহামুল্যবান বই উপহার হিসেবে আপনার প্রথম পছন্দ
৪. মাঝেমধ্যে বিদেশী বন্ধুদের দিয়ে আপনার বাংলা বলাতে বেশ লাগে
৫. সমাজের ছোট বড় অসংগতি চুপি চুপি দেখে তার প্রতিবাদ করেন আপনি
৬. হিউমারের জন্য সবজায়গায় আপনার আলাদা কদর আছে
৭. আপনি বহুমুখী প্রতিভার অধিকারী
৮. অন্যদের সাহায্য করতে আপনার বেশ ভালো লাগে
৯. আপনাকে অপছন্দ করে এমন মানুষ খুঁজে পাওয়াই দায়
SHARE THIS ARTICLE