Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

বাংলাদেশের লোকাল বাস সম্পর্কে যে ১০টি গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানেন না

Thumbnail

by Bishal Dhar

২০:৩০, ২ জুন ২০২৩

বাংলাদেশের লোকাল বাস সম্পর্কে যে ১০টি গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানেন না

লোকাল বাস আমাদের মধ্যবিত্ত বাঙ্গালির এই শহরে চলার একমাত্র সাশ্রয়ী মাধ্যম। সকালে কাজে যাওয়া আর বিকালে কাজ থেকে বাড়ি ফেরা অথবা যেকোন কাজের জন্য শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কম খরচে যেতে লোকাল বাসের আর কোন বিকল্প নেই। আর এসব বাসে চড়া মানুষের গল্পগুলো জানলে মনে হবে লোকাল বাস আসলে শুধু সাধারণ কোন পাবলিক ট্রান্সপোর্টই নয়, লোকাল বাস আসলে অন্যকিছু।

১. লোকাল বাস হচ্ছে চলন্ত কারেন্ট অ্যাফেয়ার্স। চোখ কান খোলা রাখলে পুরো দুনিয়ার তথ্য জানতে পারবেন

২. লোকাল বাস একধরনের ব্ল্যাক হোল, যাতে আপনি প্রবেশ করবেন ঠিকই, কিন্তু বের হবেন কিভাবে তা কখনোই বুঝে উঠতে পারবেন না

৩. লোকাল বাস হচ্ছে মিউজিক্যাল চেয়ার খেলা। কখন যে কোন সিট খালি হবে, তা কেউ জানে না

৪. লোকাল বাসে জানালা আছে কাচ নেই, সিট আছে খালি নেই, ফ্যান আছে ঘোরে না, দরজা আছে লাগে না

৫. লোকাল বাস হচ্ছে সে জায়গা যেখানে সীমিত টাকায় সারাদিন দিব্যি বসে থাকা যায়

৬. লোকাল বাস হচ্ছে সহ্য ক্ষমতা বাড়ানোর ক্ষেত্র, যেখানে নানা প্রজাতির মানুষের চাপে অস্থির না হয়ে সহ্য করে থাকতে হয়।

৭. লোকাল বাসে আপনি দৌড়ে উঠবেন ঠিকই কিন্তু উঠার পর থেমে থাকবে

৮. লোকাল বাস হচ্ছে সে জায়গা যেখানে কারো পায়ের উপর পারা দিয়ে ফেললেও সেটা অপরাধ না

৯. লোকাল বাস হচ্ছে জীবনমুখী শিক্ষার উৎস, যেখানে মাঝেমধ্যে ম্যানিব্যাগ মোবাইল হারিয়ে আপনি সতর্ক হওয়ার শিক্ষা পাবেন।

১০. লোকাল বাস হচ্ছে ধাক্কা সামলানো শেখার স্কুল। কারণ ব্রেকের ধাক্কা সামলানো শিখতে শিখতেই জীবনের বড় বড় ধাক্কা সামলানো শিখে নেয়া যায়

SHARE THIS ARTICLE