Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

যে ৭টি লক্ষণ প্রমাণ করে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের Chandler Bing

Thumbnail

by Maisha Farah Oishi

২২:১৪, ২ জানুয়ারি ২০২৩

যে ৭টি লক্ষণ প্রমাণ করে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের Chandler Bing

F.r.i.e.n.d.s সিরিজের সবচেয়ে জনপ্রিয় চরিত্র সম্ভবত Chandler Bing. আর আপনার মধ্যে যদি এই লক্ষণগুলো থেকে থাকে, তাহলে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের Chandler Bing.

১. আপনার কোন কথাটা সার্কাজম আর কোনটা সিরিয়াস, আপনার বন্ধুরা প্রায়ই ধরতে পারে না।

২. আপনি ক্যারিয়ার আর জীবনে আসলে কি চান তা নিয়ে বরাবরই কনফিউজড।

৩. আপনি বন্ধু হিসেবে চমৎকার আর সবসময় বন্ধুদের বিপদে পাশে থাকেন

৪. নতুন কারো সাথে আপনি সহজে মিশতে পারেন না

৫. আপনার ক্রাশের কাছে কখনোই তেমন পাত্তা পান না

৬. সবাই আপনাকে ঠিক বুঝতে না পারলেও, কাছের বন্ধুরা জানে আপনি কতটা মজার মানুষ

৭. আপনি প্রায়ই নিজের জোকে নিজেই হেসে কুটিকুটি হন

SHARE THIS ARTICLE