Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

যে ৭টি কারণে আমি লোকাল বাসে জানালার পাশে সিট্ পেয়েও বসি না

Thumbnail

by Efter Ahsan

১৭:৩১, ৩ জুন ২০২৩

যে ৭টি কারণে আমি লোকাল বাসে জানালার পাশে সিট্ পেয়েও বসি না

লোকাল বাসে উঠে কোনোরকম সিট্ খালি পেলেই যারা খুশি হয়, তাদের জন্য এক উইন্ডো সিট্ অনেক কিছু। কিন্তু আমি উইন্ডো সিট্ খালি পেলেও সেখানে বসি না। এটা ব্যক্তিগত চয়েস হলেও, আমার সাথে আপনিও একমত হবেন এই কারণগুলো জানার পর।

১. লোকাল বাস চালকেরা রাস্তাকে রেস্ ট্র্যাক মনে করে। তাই জানালার পাশে বসে সেই রেসে অংশ হওয়ার ইচ্ছা আমার নেই

২. বাসের জানালার পাশের সিটে বসে ফোনে কথা বলা পৃথিবীর সব চেয়ে রিস্কি কাজগুলোর একটি

৩. মাঝে মাঝে জানালা দিয়ে উড়ে এসে বিভিন্ন ধরণের বিজ্ঞাপন সম্বলিত কার্ড এসে পড়ে, স্বাভাবিকভাবেই যা খুবই বিব্রতকর!

৪. জানালাগুলোও বেশিরভাগ সময় ভাঙা থাকে। সেখানে বসা আর না বসা একই

৫. বাসের জানালার পাশের সাইটে বসলে শুধু ধুলাবালি এবং গাড়ির ধোয়া যে নাক দিয়ে ঢুকে এমন না, সেগুলো টেস্টও করা হয়ে যায়

৬. আবার বাসের যে পাশেই উইন্ডো সিটে বসি না কেন, সরাসরি গায়ে রোদ পড়ার একটা চান্স তো থেকেই যায়

৭. বৃষ্টির দিনে তো উইন্ডো সিটে বসার উপায়ই নেই, সিট্ ভিজে জবজবে হয়ে থাকে

SHARE THIS ARTICLE