গরমে কনসার্টে গিয়ে যেসব অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়
by Sunehra Azmee
২০:৩২, ১ জুন ২০২৩
কনসার্ট পারফেক্ট হয় শীতকালে কিন্তু গরমকালের কনসার্টে কী রকম হয় মানুষের অবস্থা, আদৌ কী কনসার্ট উপভোগ করা যায় কিনা- এইসব নিয়েই আমাদের আজকের আয়োজন, চলুন তাহলে দেখে নেয়া যাক গরমকালের কনসার্টে কী ধরনের সিচুয়েশন হয়ে থাকে।
১. এত ভীড়ে একটু শ্বাস নিতে পারাই একটা অ্যাচিভমেন্ট!
২. আশেপাশের মানুষের ঘামের গন্ধে জীবনটা দুর্বিষহ লাগতে থাকে
৩. গরমে আপনি নিজেও ঘেমে গোসল করে ফেলবেন
৪. গরম এবং ডিহাইড্রেশনে মানুষজন যেখানে-সেখানে অজ্ঞান হতে থাকে
৫. ইনডোর কনসার্ট হয়ে থাকলে তো জাহান্নামের একটা মিনি কোর্স করে ফেলা যায়!
৬. সবার মেকআপ-চেহারা ধ্বংস হয়ে একাকার একটা অবস্থা হয়ে যায়
৭. বাসায় এসে ৪০ বার গোসল করেও শান্তি লাগে না
SHARE THIS ARTICLE