হাত সম্পর্কিত যে ৭টি ব্যাপারে আমাদের “কোনো হাত নেই”
by Efter Ahsan
২০:২৫, ৩ জুন ২০২৩
হাত দিয়ে আমরা কত কাজই তো করি। কিন্তু এই হাত সম্পর্কিত ব্যাপারেই আমাদের কিছু কিছু সময়ে করার কিছু থাকে না। অন্যভাবে বলা যায় যে এসব কাজের ক্ষেত্রে আমাদের হাত নেই।
১. যখন টেবিলে বা দেয়ালে কনুই গুতা খেয়ে হ্যাং হয়ে যাই
২.ভুল করে হ্যান্ডশেকের জন্য অটো হাত চলে যায় এবং হাত বাড়ানোর পর সে যখন তা খেয়াল করে না
৩. অনেক জিনিস একসাথে ক্যারি করার সময় হাত থেকে দুই একটা জিনিস পড়ে গেলে
৪. এক্সাইটিং কোনো খেলা দেখার সময় নখ কামড়ানো শুরু করে দিলে
৫. ক্রাশ হ্যান্ডশেক বা হাই ফাইভ করতে চাইলে কয়েক মিলিসেকেন্ডে হাত বাড়িয়ে দেওয়ার সময়
৬. ফোনে ম্যাসেজের নোটিফিকেশন আসা মাত্রই ফোন হাতে নেওয়ার সময়
৭. যখন শীতের দিনে অনেক সময় ধরে গরম করা হাত এক মিনিটেই বরফের মতো ঠান্ডা হয়ে যায়
SHARE THIS ARTICLE