যে ৭ ধরনের অদ্ভুত কাজ-কারবার মানুষ সোশ্যাল মিডিয়ায় করে থাকে
by Maisha Farah Oishi
২১:৫২, ১৯ জানুয়ারি ২০২৩
সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু আমরা মাঝে-মাঝে যথেষ্ট উদ্ভট আচরণ করে থাকি। সেরকমই কিছু ব্যাপার নিয়ে আজকের এই লিস্ট।
১. ইনবক্সে রিপ্লাই না দিয়ে নিজের প্রোফাইলে ধুমিয়ে আপডেট শেয়ার করা
২. কোন পোস্ট শেয়ারের পর কেউ রিয়্যাক্ট/কমেন্ট না করায়, চুপচাপ ডিলিট করে দেয়া
৩. কোন পোস্ট দেখে ভালো লাগলেও, পোস্টদাতাকে ভালো লাগে না দেখে, কোন রিয়্যাক্ট না করা
৪. কোন মিম ভালো লাগেনি দেখে, ইচ্ছা করে হাহা না দিয়ে লাইক দেয়া
৫. মেইন প্রোফাইল থেকে ফ্যামিলির সবাইকে ব্লক করে রেখে, আলাদা ফ্যামিলি অ্যাকাউন্ট চালানো
৬. মেসেজ সিন না করে, নোটিফিকেশন বার থেকেই মেসেজ পড়ে রেখে দেয়া
৭. মন খারাপ থাকলে প্রোফাইল পিকচার সরিয়ে ফেলা!
SHARE THIS ARTICLE