Menu
menu-icon close
  • মাইরালা
  • ভাল্লাগসে

নিজের ব্রেকআপের চেয়েও যে ৮টি ব্যাপার অনেক বেশি যন্ত্রণাদায়ক

Thumbnail

by Maisha Farah Oishi

২২:০৫, ৭ জানুয়ারি ২০২৩

নিজের ব্রেকআপের চেয়েও যে ৮টি ব্যাপার অনেক বেশি যন্ত্রণাদায়ক

ব্রেকাপের অভিজ্ঞতা কম বেশি সবারই আছে। অনেকেরই মনে হয় এর থেকে দুঃখের আর কিছু নাই। তবে এমন অনেক পরিস্থিতি আছে যা ব্রেকআপ হওয়ার থেকেও আরো অনেক বেশি কস্টকর। আজকের লিস্ট সেরকমই বেদনাদায়ক কিছু পরিস্থিতি নিয়ে।

১. রাতে যখন অনেক কষ্টে একটু ঘুম আসে আর তখনই কানের কাছে মশা গান গাওয়া শুরু করে

২. পায়ের আংগুল যখন দরজায় বা কোন ফার্নিচারের সাথে বাড়ি খায়

৩. যখন বেস্ট ফ্রেন্ডের ব্রেকআপ হয় আর সে সারাদিন আপনার কাছে এক্সকে নিয়ে ঘ্যানঘ্যান করতে থাকে

৪. যখন আপনার সবচেয়ে বাজে স্বভাবের বন্ধুটিরও রিলেশন হয়ে যায় আর আপনি forever alone-ই থাকেন

৫. যখন উবার ড্রাইভার আপনার রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট করার পরে আপনি কোথায় যাবেন শুনে রাইড ক্যানসেল করে দেয়

৬. যখন শখ করে নতুন কোন হেয়ারস্টাইল ট্রাই করার পর, এতটাই বেমানান লাগে যে আর কাউকে মুখ দেখাতে ইচ্ছা করে না

৭. যখন বিয়ের দাওয়াতে যান, কিন্তু কাচ্চি থাকে না

৮. যখন বাইরে থাকা অবস্থায় ফোনের চার্জ শেষ হয়ে যায় কিন্তু সাথে চার্জার থাকে না

SHARE THIS ARTICLE