বয়েজ স্কুলে পড়াশোনা করা ছেলেরাই যে বিষয়গুলোর সাথে রিলেট করতে পারবে
by Bishal Dhar
১১:৪৫, ১৯ সেপ্টেম্বর ২০২২
বয়েজ স্কুলের পরিবেশটাই আলাদা, যারা পড়েছে কেবল তারাই জানে, এখানে খেলাধুলা শুধু গুরুত্বপূর্ণ না, রীতিমতো সম্মানের বিষয়। অন্য স্কুলের ছেলেরা যেন নিজের স্কুলের প্রতিদ্বন্দ্বী, তাদের দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়, আর “ছুটির পরে দাঁড়াইস” বলেনি বা শুনেনি এমন ছেলে বয়েজ স্কুলে খুঁজে পাওয়াই দায়। আজ তাই দেখে নিন এমন কিছু বিষয়, যেসব শুধু বয়েজ স্কুলে পড়াশোনা করা ছেলেরাই বুঝবে।
১. স্কুলে খেলাধুলা শুধু গুরুত্বপূর্ণ না, একইসাথে সম্মানের বিষয়
২. অন্য বয়েজ স্কুলের ছেলেরা হচ্ছে অঘোষিত প্রতিদ্বন্দ্বী
৩. স্কুলের টয়লেট ব্যবহারের একদম অযোগ্য আর একই সাথে নিজেকে আর্টিস্ট প্রমাণের জায়গা
৪. ক্যাম্পাসে কোন মেয়ে দেখা মানেই যেন ‘সাইক্লোন’ চলে আসা
৫. “ছুটির পরে দাঁড়াইস” হচ্ছে স্কুলে সবার জাতীয় ডায়লগ
৬. তুমুল মারামারির একটু পরেই গলা ধরাধরি করে হাঁটা একদম সাধারণ ব্যাপার
৭. স্যারের বেত আর নিজের পশ্চাৎদেশ যেন একেবারে ‘Made for each other’
৮. বড় ভাই কিংবা ছোট ভাই সংস্কৃতি স্কুলে খুব কঠোরভাবে মেনে চলা হয়
৯. স্পোর্টস ডে মানে স্কুলের ঈদ
১০. স্কুলের বন্ধুগুলোই সারাজীবন সবচেয়ে কাছের থেকে যায়
SHARE THIS ARTICLE