Menu
menu-icon close
  • মাইরালা
  • সেন্টি খাইলাম

আপনি যদি কখনো সিচুয়েশনশিপে থেকে থাকেন, তাহলে যে ব্যাপারগুলোর সাথে রিলেট করতে পারবেন

Thumbnail

by Sunehra Azmee

১৭:২৯, ১৮ জুন ২০২৩

আপনি যদি কখনো সিচুয়েশনশিপে থেকে থাকেন, তাহলে যে ব্যাপারগুলোর সাথে রিলেট করতে পারবেন

“সিচুয়েশনশিপ” হচ্ছে নতুন ধরনের প্রেমের টার্ম যেটা আসলে প্রেম না কিন্তু আবার প্রেম, টার্মটা যেরকম কনফিউজিং এই টার্মের সিচুয়েশনও একইরকম কনফিউজিং, চলুন তাহলে দেখে নেয়া যাক এই সিচুয়েশনশিপের উদ্ভট কিছু ব্যাপার

১. নিজেদের একে অপরের বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড বলতে পারা যাবে না 

২. কিন্তু রিলেশনশিপ জাতীয় কিউট কিউট সবকিছুই একে-অপরের সাথে করা যাবে, কিন্তু সেটা সবার সামনে না 

৩. জেলাস ফিল করা যাবে না এবং করলেও সেটা বলা যাবে না 

৪. জেলাস ফীল করে কষ্ট পেলে অপরজনকেও জেলাস ফিল করাতে হবে

৫. কোনোভাবেই “I love you” বলা যাবে না

৬. রোমান্টিক্যালি একে অপরের ছবি পোস্ট করা যাবে না

৭. কোনো অবস্থাতেই “what are we?” জিজ্ঞাসা করা যাবে না

SHARE THIS ARTICLE