Menu
menu-icon close
  • ভাল্লাগসে

যে ৭টি লক্ষণ প্রমাণ করে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের Monica Geller

Thumbnail

by Maisha Farah Oishi

১৮:১৭, ১৭ মার্চ ২০২৩

যে ৭টি লক্ষণ প্রমাণ করে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের Monica Geller

সবকিছু একেবারে যথাযথভাবে করার চেষ্টা আর অতিরিক্ত পরিষ্কার-পরিচ্ছন্নতার বাতিক থাকলেও Monica কিন্তু ফ্রেন্ড হিসেবে চমৎকার। এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে হয়তো আপনার ফ্রেন্ড সার্কেলের Monica Geller আপনি নিজেই!

১. বন্ধুদের সাথে বিভিন্ন প্ল্যান সাধারণত আপনিই organize করে থাকেন

২. আপনার ফ্রেন্ডরা আপনার বাসাকে একেবারে নিজের বাসার মতোই মনে করে

৩. ফ্রেন্ডদের যেকোন বিপদে আপনি সবসময় যথাসাধ্য সাহায্য করেন

৪. মুখের উপর ফ্রেন্ডদের honest opinion দিতে কখনো ইতস্তত বোধ করেন না

৫. ফ্রেন্ড সার্কেলে সবচেয়ে ভালো রান্নাবান্না আপনিই করতে পারেন

৬ বন্ধুদের বাকিরা উল্টাপাল্টা যাই করুক- আপনি সবসময় সবার সবকিছুর খেয়াল রাখেন

৭. আপনি কিছুটা খুঁতখুঁতে আর competitive স্বভাবের হলেও বন্ধুদের সবাইকে মন থেকে ভালবাসেন

SHARE THIS ARTICLE