ইনস্টাগ্রামে ঢুকলেই যে ৭ ধরনের চিন্তা মাথায় ঘুরপাক খেতে থাকে
by Maisha Farah Oishi
১১:৪৯, ১২ নভেম্বর ২০২২
ইনস্টাগ্রাম মোটামুটি সবাই আজকাল ব্যবহার করে। আর ইনস্টাগ্রামে ঢুকলেই কেমন যেন অন্যরকম একটা দুনিয়া দেখতে পাওয়া যায়। ঠিক তখনই মাথায় যে ধরনের চিন্তাভাবনা ঘুরপাক খেতে থাকে, সেটা নিয়ে আজকের এই লিস্ট।
১. দুনিয়াতে সবার লাইফ পারফেক্ট আর সবাই দারুণ সুখে আছে
২. সবার ফ্যাশন সেন্স একেবারে মডেল আর ডিজাইনারদের মতো
৩. দুনিয়াতে সবাই দারুন ট্যালেন্টেড, শুধু আমি নিজেই মনে হয় কিছু পারি না
৪. সবাই শুধু সুন্দর সুন্দর লোকেশনে ছুটি কাটাতে যায় আর সারাদিন ঘুরে বেড়ায়
৫. আসলে সবার জীবনই খুব ইভেন্টফুল আর ইন্টারেস্টিং, শুধু আমার লাইফটাই পানসে!
৬. সবাই দেখতেও এত পারফেক্ট যে, কে সেলিব্রিটি আর কে সাধারণ মানুষ সেটাও বুঝা যায় না
৭. আমারও উচিত পারফেক্ট ভাবে ছবি পোস্ট করা, যেন সবার সাথে অন্তত একটু তাল মেলানো যায়
SHARE THIS ARTICLE