বাংলাদেশি বিজ্ঞাপণের যে অদ্ভুত ৮টি লজিক দেখে সত্যিই অবাক লাগে
by Maisha Farah Oishi
০০:৫৩, ২১ জুন ২০২৩
টিভিতে প্রোগ্রাম দেখার সময় বিজ্ঞাপণ শুরু হলে অনেকেই কিছুটা বিরক্ত হই বটে, তবে আমাদের দেশের বিজ্ঞাপণগুলোও কিন্তু কম মজাদার নয়। বাংলাদেশের বিজ্ঞাপণগুলোতে দেখানো অদ্ভুত কিছু লজিক নিয়ে আজকের এই লিস্ট!
১. রং ফর্সাকারী ক্রীম ব্যবহার করলেই জীবনে সফলতা আসবে, চাকরিরও অভাব হবে না!
২. ২ মিনিটের মধ্যেই একদম রেস্টুরেন্টের মতো নুডলস তৈরি হয়ে যায়, এর থেকে বেশি সময় লাগেই না
৩. দোকানে যত টুথপেস্ট আছে, সবগুলোই ডেন্টিস্ট দ্বারা স্বীকৃতি প্রাপ্ত
৪. বিশেষ একটি ফোন নেটওয়ার্ক ব্যবহার করলে আপনার বন্ধুর কোন অভাব হবে না, দিনে রাতে যেকোনো সময় যেকোন কাজে/বিপদে বন্ধুদের সাথে পাবেন
৫. পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলেই মেয়েরা দৌঁড়ঝাপ, নাচানাচি শুরু করে দেয়, শারীরিক কোন কষ্টই থাকে না
৬. বিশেষ একটি সাবান ব্যবহার করলেই সৌন্দর্যের উপর সব অধিকার আপনার, অন্যকিছু ব্যবহার করলে কোন অধিকার নাই
৭. ভালোভাবে দাঁত মেজে কোন মেয়ের সামনে গিয়ে মুখ খুললেই আপনাদের প্রেম হয়ে যাবে
৮. এনার্জি ড্রিংক খেলেই আপনার হাতের এক টোকাতে পুরো দুনিয়া নাড়িয়ে ফেলতে পারবেন!
SHARE THIS ARTICLE