যে ৬টি লক্ষণ প্রমান করে এই দুনিয়ার জন্য আপনি একটু বেশিই ভদ্র
by Bishal Dhar
১৪:০৯, ২১ জুন ২০২৩
আপনার কি প্রায়ই মনে হয় এই নিষ্ঠুর দুনিয়ার জন্য আপনি একটু বেশিই নিষ্পাপ এবং একটু বেশি ভদ্র? তবে এই ৬টি ঘটনা একদমই আপনার মতো মানুষদের জীবন থেকেই নেয়া
১. আপনার বন্ধুরা এমন অনেক কিছুই করেছে যা আপনি এখনো করেননি
২. আপনি প্রায়ই অন্যদের ড্রামা দেখে বিস্মিত হন
৩. এক্সের সাথেও আপনি সু-সম্পর্ক বজায় রাখতে পছন্দ করেন
৪. ফোনের app লক এবং স্ক্রিন লক নিয়ে আপনি খুব একটা মাথা ঘামান না
৫. মানুষের কথার মার্ প্যাচ আপনি বুঝতে পারেন না
৬. তেল দিতে জানেন না বলে আপনার প্রফেশনাল লাইফে তেমন কোনো উন্নতিও হয় না
SHARE THIS ARTICLE
Next article