Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

বন্ধুরা যে ৭টি কাজ করে পৈশাচিক আনন্দ পায়

Thumbnail

by Fariha Rahman

১১:৫৫, ২ অক্টোবর ২০২২

বন্ধুরা যে ৭টি কাজ করে পৈশাচিক আনন্দ পায়

মাঝে মাঝে বন্ধুরা এমন কিছু কাজ করে যা তাদের না করলেও চলে, তবে করার কারণে একধরণের গিল্টি প্লেজার পায়। যা অনেক সময় বিরক্তির কারণ হলেও সত্যিকারের বন্ধুত্বে এই ব্যাপারগুলো স্বাভাবিক। মিলিয়ে দেখুন তো আপনার সাথেও কি আপনার বন্ধুরা এই ৭টি কাজ করে কি না?

১. ফেইসবুক খোলা পেয়ে উল্টাপাল্টা স্ট্যাটাস দিয়ে দেয়া

২. ক্রাশের সামনে পঁচানি মার্কা কথা বলে একদম বিব্রত করে দেয়া

৩. বাবা-মা যখন ধোলাই করছে তখন তাদের সাথে গলা মিলিয়ে “হ্যাঁ আন্টি/আংকেল ঠিক বলসেন!” এমন কথা বলা।

৪. “দোস্ত কিছু টাকা ধার দে বলে” কখনোই আর ফেরত না দেয়া

৫. নিজে বিপদ থেকে বাঁচার জন্য বন্ধুকে ফাঁসিয়ে দেয়া

৬. ট্রিটের আশ্বাস দিয়ে কাজ আদায় করে ট্রিট দিতে অস্বীকার করা

৭. “আরে দোস্ত অলমোস্ট চলে আসছি” মাত্র বাসা থেকে বের হয়েও এমন কথা বলা

SHARE THIS ARTICLE