যে ৭টি কারণে বাবা-মায়েরা ছেলেমেয়েদের বিয়ে দেওয়া নিয়ে এত অস্থির থাকেন
by Bishal Dhar
১২:৩৮, ৪ এপ্রিল ২০২৩
বয়স যখন ২৫ কিংবা এর আশপাশে ঘুরঘুর করতে থাকে, তখন আমাদেরকে বলার মতো বাবা-মায়েদের মূল বিষয়বস্তু থাকে বিয়ে। তাই বিভিন্ন অজুহাতে ইনিয়ে-বিনিয়ে কিংবা সরাসরি তারা সারাদিন আমাদের কানের কাছে বলে বোঝাতে থাকে, এই বয়সটাই বিয়ের জন্য পারফেক্ট, এখনই সেটেল হয়ে যাওয়া ভালো। তবে কারণ ছাড়া তো আর কিছু হয় না, ঠিক কি কারণে বাংলাদেশি বাবা-মায়েরা নিজের ছেলেমেয়েদের বিয়ে দেওয়া নিয়ে এত অস্থির তা আজ জেনে নিন!
১. আমাদের উপর তারা এতটাই অতিষ্ঠ যে বিদায় দিতে পারলেই বাঁচে
২. জীবনটা আসলে বোরিং হয়ে গেছে তাদের, আমাদের বিয়ের সুবাদে হলেও একটু এক্সাইটমেন্ট আসবে জীবনে
৩. দাদা-দাদী, নানা-নানী ডাক শোনার অনেক ইচ্ছা
৪. আমাদেরকে রান্না করে খাওয়াতে খাওয়াতে আর ঘর গুছিয়ে রাখতে রাখতে তারা ক্লান্ত
৫. তাদের বিশ্বাস, বিয়ে করলে ছেলেমেয়ের লাফালাফি একটু কমবে
৬. সমাজের অন্য ব্যাপার নিয়ে চিন্তা না করলেও ‘বিয়ে না করলে, লোকে কি বলবে?’ এই চিন্তায় তাদের ঘুম হারাম হয়ে যায়
৭. বয়স হয়ে গেলে এর বিয়েই হবে না, এই চিন্তায় তাদের ঘুম আরও বেশি হারাম হয়ে যায়
SHARE THIS ARTICLE