নিজের ছোট-ভাইবোনকে ট্যাগ করে জানিয়ে দিন আপনি থাকায় তারা কতটা ভাগ্যবান
by Bishal Dhar
১৭:১২, ১৫ নভেম্বর ২০২২
বড় ভাইবোন থাকলে ছোটরা জন্ম থেকে উত্তরাধিকার সূত্রে তাদের অনেক জিনিসের মালিক হয়ে যায়, এছাড়া কোন ঝামেলা করলে বাবা-মায়ের উত্তম মধ্যম থেকেও বাঁচানোর জন্যেও বড় ভাইবোনরাই একমাত্র ভরসা। ভাইবোনের মধ্যে সম্পর্ক যতই দা-কুমড়োর মত হোক না কেন, ছোট ভাই বোনের ঝামেলায় সবার আগে এগিয়ে আসে বড় ভাই বোনরাই। আপনারও যদি ছোট ভাইবোন থাকে তবে তাদের ট্যাগ করে জানিয়ে দিন আপনি থাকায় তারা কতটা ভাগ্যবান।
১. তাদের জীবনের সবকিছুই আপনি জানেন, তারা কখন কি চায় সবটাই আপনি বুঝেন
২. জীবনের যাবতীয় ড্রামা থেকে তাদের আপনিই উদ্ধার করেন
৩. আপনি তাদের জীবনের প্রথম টিচার
৪. একসাথে কোথাও খেতে গেলে বিল আপনিই দেন
৫. ঝামেলা বাধিয়ে ফেললে বাবা-মায়ের হাত থেকে বাঁচানোর মতো একমাত্র আপনিই আছেন
৬. ক্যারিয়ারে কি করবে না করবে, এসব নিয়ে আপনাকে কেউ সাজেশন না দিলেও, তাদের জন্য আপনি আছেন
৭. সাইকেল চালানো হোক কিংবা ক্রিকেট খেলা তাদের সবকিছুর প্রথম গুরু আপনিই
৮. প্রেমের পাঠও তারা আপনাকে দেখে দেখেই শিখেছে
৯. তাদের জন্য বহুবার বাইরের মানুষের সাথে যুদ্ধ করেছেন
১০. আপনার অনেক জিনিস অঘোষিতভাবে জন্মসূত্রেই তাদের
SHARE THIS ARTICLE