Menu
menu-icon close
  • মাইরালা
  • কস্কি মমিন

যে ৮ ধরণের জামাই আমাদের দেশে দেখতে পাওয়া যায়

Thumbnail

by Maisha Farah Oishi

১১:৫৩, ৬ জুলাই ২০২৩

যে ৮ ধরণের জামাই আমাদের দেশে দেখতে পাওয়া যায়

আমাদের দেশের প্রেক্ষাপটে জামাইদের বেশ কিছু ক্যাটাগরি রয়েছে, এদের মধ্যে কেউ সারাদিন ঘুমানোর জন্য ঘুমকাতুরে জামাই হিসেবে পরিচিত, আবার কেউ বউকে অজুহাত দিয়ে ভুলিয়ে-ভালিয়ে রাখার জন্য অজুহাতপ্রেমী জামাই হিসেবেও পরিচিত। আজকে জেনে এমনই আরো কয়েক ধরণের জামাই সম্পর্কে-

১. ঘুমকাতুরে জামাই - এরা সুযোগ পেলেই ঘুমিয়ে থাকে

২. পেটুক জামাই - এদের বেশিরভাগ সময় কাটে খাওয়া-দাওয়া করে, দাওয়াত খেতেও এরা খুব ভালোবাসে 

৩. অজুহাতপ্রেমী জামাই - এরা বউকে বিভিন্ন রকম অজুহাত দিয়ে ভুলিয়ে-ভালিয়ে রাখতে জানে 

৪. বউপাগল জামাই - এরা বউয়ের কথায় উঠে-বসে, বউকে সেই লেভেলের ভালোবাসে 

৫. বউ ভীরু জামাই - এরা বউকে যমের মত ভয় পায় 

৬. কিপটা জামাই - বউয়ের মতে এদের থেকে টাকা বের করা হচ্ছে ঘানি ভেঙ্গে তেল বের করার মতো কষ্টকর

৭. ব্যস্ত জামাই - বলতে গেলে সবাই-ই মোটামুটি এই ক্যাটাগরিতেই পড়ে, কারণ বউদের মতে কোনো জামাই-ই বউকে সময় দেয় না! 

৮. ভালো জামাই - এরা শ্বশুরবাড়ির লোকদের মাথায় করে রাখে, এইজন্যেই এরা 'ভালো জামাই'!

SHARE THIS ARTICLE