Menu
menu-icon close
  • ভাল্লাগসে

যে ১০টি ডায়লগ হুমায়ূন আহমেদের নাটক ছাড়া কল্পনা করা একদম অসম্ভব

Thumbnail

by Fariha Rahman

১২:৫৩, ১২ নভেম্বর ২০২২

যে ১০টি ডায়লগ হুমায়ূন আহমেদের নাটক ছাড়া কল্পনা করা একদম অসম্ভব

হুমায়ূন আহমেদের নাটক মানেই আমাদের কাছে অন্যকিছু। কারণ তার নাটকগুলোতে গল্পের বলার ভঙ্গি যেমন আলাদা ছিল, তেমনি ডায়ালগেও ছিল একটা আলাদা ধাঁচ। আজ তাই থাকছে তার বিভিন্ন নাটক থেকে নেয়া অতি পরিচিত কিছু ডায়লগ।

১. ইচ্ছা করতাছে ঝাঁপ দিয়া কুয়ার মইধ্যে পড়ি

২. গাঞ্জা খাইয়াই কুল পাইনা, পড়ালেখা করবো কুন সময়?

৩. মাইরের মধ্যে ভাইটামিন আছে

৪. আপনে তো চ্যালচ্যালায়া বেহেশতে যাইবেন

৫. তোকে কফিনে শুয়িয়ে ডালাটা বন্ধ করে দেয়া দরকার

৬. কু ডাক ডাকবা না, কু ডাক ডাকা তোমার স্বভাব

৭. আমি একটা কামড় দেই?

৮. সত্য কথা দিনের মইধ্যে চৌদ্দবার বলা যায়

৯. GOD কি তোর একার নাকি! বল O OUR GOD!

১০. কি জন্যে মারলো কিছুই বুঝলাম না!

SHARE THIS ARTICLE