Menu
menu-icon close
  • মাইরালা
  • সেন্টি খাইলাম

যেসব কারণে হঠাৎ হঠাৎ আমাদের মাথা গরম হয়ে যায়

Thumbnail

by Nabila Faiza Islam

১৩:৪৬, ১৭ জুলাই ২০২৩

যেসব কারণে হঠাৎ হঠাৎ আমাদের মাথা গরম হয়ে যায়

জীবনে আমরা এমন অনেক সিচুয়েশনেই পড়ি, যার কারণে আমাদের মাথা গরম হয়ে যায়। হঠাৎ করে মনে হয় এ কি বিপদে পড়লাম! আর তখন কিছুই ভেবে পাই না। কিরকম সিচুয়েশনে পড়লে আমাদের মাথায় রক্ত উঠে যায়? দেখে নিন এখনই। 

১. গোসল করার সময় পুরা গায়ে সাবান মাখার পর যখন পানি চলে যায়। 

২. ডায়েটে থাকাকালীন যখন প্রিয় রেস্টুরেন্টে ডিসকাউন্ট দেয় বা বাই ওয়ান-গেট ওয়ান ফ্রি অফার দেয়। 

৩. প্রিঅর্ডারে এডভান্স দিয়ে পণ্য অর্ডার করার পর যখন আপনার অর্ডার ক্যান্সেল করে দেয়। 

৪. রাতে আরামে ঘুমানোর সময় যখন হঠাৎ করে কারেন্ট চলে যায়। 

৫. অনলাইন ক্লাসের এটেন্ডেন্সের সময় যখন আপনি হঠাৎ disconnected হয়ে যান। 

৬. রাতে বাথরুমে গেলে যখন হঠাৎ করে টিকটিকি বা তেলাপোকা দেখেন। 

৭. মা দোকানে লিস্ট সহ জিনিস কিনতে পাঠালে যখন দেখেন লিস্টটাই হারিয়ে ফেলেছেন!

৮. ঘুরতে বা ট্যুরে যাওয়ার প্ল্যান করার পর যখন প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। 

SHARE THIS ARTICLE