Menu
menu-icon close

যে ১০টি কথা চিকন স্বাস্থ্যের মানুষেরা শুনতে শুনতে টায়ার্ড

Thumbnail

by Maisha Farah Oishi

১১:১৪, ৯ অক্টোবর ২০২২

যে ১০টি কথা চিকন স্বাস্থ্যের মানুষেরা শুনতে শুনতে টায়ার্ড

অনেকে মনে করেন মোটা হলেই বুঝি সবাই মজা নিতে আসে, বডি শেমিং করে। কিন্তু যারা একটু কম স্বাস্থ্যবান অথবা চিকন তাদেরও যে বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে কত রকমের মন্তব্য শুনতে হয়, তার হিসেব নাই।

১. আরে! তোমাকে তো বাতাস উড়িয়ে নিয়ে যাবে!

২. তোকে দেখলে মনে হয় কেউ হ্যাঙ্গারে কাপড় ঝুলিয়ে রেখেছে!

৩. এত খেয়েও মোটা হও না কেন? আমি তো একটু খেলেই মোটা হয়ে যাই!

৪. ইস তোমার কত মজা! ডায়েট করা নিয়ে কোন চিন্তা নাই ! যা খুশি খেতে পারো!

৫. তুমি এত চিকন কেন! বেশি করে খাও, নাইলে এমন হালকা শরীর নিয়ে তো অসুস্থ হয়ে যাবা।

৬. তোমার আবার জিম করার আর ব্যায়াম করার কি দরকার, এমনিতেই যে চিকন, পরে তো তোমাকে দেখাই যাবে না

৭. আরেকটু মোটা হলে তোমাকে দেখতে কত ভালো লাগতো!

৮. প্রতিদিন নিয়ম করে ঘি, পনির, ডিম, মধু বেশি বেশি খাও, কয়েক মাসেই ওজন বেড়ে যাবে!

৯. আচ্ছা তোমার ওজন কত? এতদিন ধরে সেই একই রকম দেখছি!

১০. তোকে তো একটা ফুঁ দিলে উড়ে যাবি, তোর আবার কোন শক্তি আসে নাকি!

SHARE THIS ARTICLE