যে ১০টি উদ্ভট বিষয় আপনি কেবল বাংলাদেশি সিনেমাতেই পাবেন
by Bishal Dhar
১৪:৩১, ১৩ জানুয়ারি ২০২৩
আমাদের ছোটকালের শুক্রবারের বিকেলের বিনোদনের একমাত্র মাধ্যমই ছিলো বাংলা সিনেমা, তখন পরিবারের সাথে বাংলা সিনেমা দেখতাম ঠিকই কিন্তু বুঝতাম না তেমন কিছু। বড় হওয়ার সাথে সাথে বাংলাদেশি সিনেমা নিয়ে বিস্তর গবেষণা করে আমরা বের করেছি এমন কিছু বিষয়, যেগুলো সম্ভবত এই পুরো বিশ্বব্রহ্মাণ্ডে কেবল বাংলাদেশি সিনেমাতেই ঘটে।
১. নায়ক নায়িকা দৌড়াতে দৌড়াতে বড় হয়ে যায়
২. নায়িকার বাবা অথবা নায়কের বাবা একজন বড়লোক হবেন এবং নাম অবশ্যই হবে চৌধুরী অথবা খন্দকার সাহেব
৩. নায়িকা বান্ধবীদের সাথে অকারণেই হাসতে হাসতে দৌড়াবে বা হাঁটবে
৪. নায়ক/নায়িকার ধাক্কা লেগে প্রথম দেখা হবে এরপর প্রেম হবে
৫. প্রেমের পরার পর অবশ্যই উদ্ভটভাবে নেচে গান গাইবে
৬. ছ্যাঁকা খেলেও নায়ক/নায়িকা গান গাইবে, তবে এক্ষেত্রে নাচবে না, কেঁদে কেঁদে গান গাইবে
৭. হাতে পিস্তল থাকার পরেও নায়ক পিস্তল ফেলে খালি হাতে ভিলেনের সাথে লড়বে
৮. ভিলেনের একটা ম্যান্ডাটরি সিগনেচার ডায়লগ থাকবে, যেটা সে মৃত্যুর আগমুহূর্তও বলে তারপর মরবে
৯. পুলিশ সবার শেষে আসবে এবং এসে আইন নিজের হাতে তুলে না নিতে অনুরোধ করবে
১০. সবশেষে সিনেমার সবগুলো ক্যারেক্টারে একসাথে দাঁড়িয়ে একটু হাসাহাসি করবে এমন অবস্থায় সমাপ্তি লেখা উঠবে
SHARE THIS ARTICLE