যদি এই ৭টি কাজ করে থাকেন, অভিনন্দন! আপনি অফিসিয়ালি অ্যাডাল্ট!
by Bishal Dhar
১৫:৫৮, ৩ ডিসেম্বর ২০২২
শুধু বয়স বাড়লেই মানুষ বড় হয় না, ভেতরকার অনেকগুলো অভ্যাস বা স্বভাবে যদি নিচের তালিকায় দেয়া পরিবর্তনগুলো আসে, তবেই আপনি অফিশিয়ালি একজন অ্যাডাল্ট! এবং আপনাকে সেই সুবাদে জানাই অভিনন্দন!
১. অবসরে বা ছুটিতে কোথাও না গিয়ে বাসায় বসে থাকাটাই আপনার জন্য পারফেক্ট প্ল্যান
২. বাজারে গিয়ে কেনাকাটা করতে আপনার এখন খুব একটা খারাপ লাগে না
৩. রান্নাবান্না করতেও বেশ ভালোই লাগে
৪. সুযোগ পেলেই পরিবারের সাথে বেশি করে সময় কাটান
৫. খাওয়া দাওয়ার ব্যাপারে এখন আপনি আগের চেয়ে অনেক বেশি স্বাস্থ্য সচেতন, অনেক সময় তো শুধু সালাদ দিয়েই ডিনার সেরে ফেলেন
৬. খরচের ব্যাপারেও এখন আর আপনি আগের মতো বেহিসেবি নন, একদম প্ল্যানমাফিক খরচ করেন
৭. আশেপাশের কোন কিছু নিয়েই এখন আর বেশি মাথা ঘামান না
SHARE THIS ARTICLE