Menu
menu-icon close
  • সেন্টি খাইলাম
  • ভাল্লাগসে

যে ৮টি লক্ষণ প্রমাণ করে আপনি বাবা-মায়ের শত আদরের সন্তান

Thumbnail

by Maisha Farah Oishi

২২:১৪, ১২ ফেব্রুয়ারি ২০২৩

যে ৮টি লক্ষণ প্রমাণ করে আপনি বাবা-মায়ের শত আদরের সন্তান

যারা ছোটবেলা থেকেই বাবা মায়ের অতি আদর-আহ্লাদে বড় হয়েছে, এমনকি বড় হয়ে যাওয়ার পরও সবসময় পরিবারের অতিরিক্ত আদর-যত্নে থাকে, তাদের বেশ কিছু কমন লক্ষণ রয়েছে। সেগুলো নিয়ে আজকের এই লিস্ট।

১. আপনি ঘরের তেমন কোনো কাজই করতে পারেন না, এমনকি খাবারটা আপনাকে বেড়ে দেয়া হয়

২. ছোটবেলা থেকেই আপনি সাধারণত যা-ই পছন্দ করেন, সেটাই আপনাকে কিনে দেয়া হয়

৩. আপনার জন্মদিনে সবসময়ই বাবা-মায়ের পক্ষ থেকে খুব স্পেশাল আয়োজন অথবা গিফটের ব্যবস্থা করা হয়

৪. আপনি যেকোন বিষয় নিয়ে জেদ অথবা আবদার করলেই সাধারণত সেটা পূরণ করা হয় অর্থাৎ বেশিরভাগ সময়ই আপনি যা চান সেভাবেই সবকিছু করতে হয়

৫. অন্যদের বাবা-মায়ের সাথে ঝগড়া অথবা মনোমালিন্যের কাহিনী শুনলে আপনি একদমই রিলেট করতে পারেন না

৬. পরিবারের বাইরে বাস্তব জীবনের সাথে খাপ খাইয়ে চলতে আপনার প্রায়ই বেশ অসুবিধা হয়

৭. আপনি যেকোন ধরনের ঝামেলায় পড়লেই সবসময় বাবা-মায়ের সাপোর্ট দরকার হয়

৮. আপনি সাধারণত আপনার বাবা-মায়ের উপরই নির্ভরশীল। তাই অনেক কাজই আপনি নিজে হ্যান্ডেল করতে পারেন না

SHARE THIS ARTICLE