বন্ধুদের সাথে মুভি দেখতে বসলে যেই ৮টি ঘটনা ঘটবেই
by Fariha Rahman
১৪:৫৫, ৩ আগস্ট ২০২৩
বন্ধুদের সাথে মুভি-নাইট, শুনতে যেমন এক্সসাইটিং মনে হয় বাস্তবে ঠিক তার বিপরীত। কারণ মুভি দেখার প্ল্যানগুলো কখনোই প্ল্যান মতো হয় না। মুভি দেখা বাদ দিয়ে বাকি সবই হয়, তবে শেষ পর্যন্ত কোনো মুভিই দেখা হয়ে উঠে না। আপনার বন্ধু মহলেও কি এমন ঘটনা ঘটে? তবে এই ৮টি ব্যাপারের সাথে আপনি অবশ্যই রিলেট করতে পারবেন
১. প্রথমে কোন মুভিটা দেখা যায় তা নিয়ে বিচার বিশ্লেষণ চলবে ১/২ ঘন্টা
২. মুভি পছন্দ হলেও সবারই দেখা হয়নি, এমন কোনো ভালো মুভি খুঁজে পাওয়া যাবে না
৩. সবার দেখা হয়নি এমন একটা ভালো মুভি খুঁজে পাওয়া গেলে, সেটা আবার নেটফ্লিক্সে পাওয়া যাবে না
৪. নেটফ্লিক্সে যেহেতু নেই মুভিটা তাই ডাউনলোড করে দেখার প্ল্যান করা হবে, কিন্তু ডাউনলোড স্পিড পাওয়া যাবে না
৫. স্লো স্পীডের কারণে অনেকেই ঘুমিয়ে পড়বে, অনেকেই ফোনে ব্যস্ত হয়ে পড়বে। মুভি দেখার জন্য উৎসাহী কাউকে আর পাওয়া যাবে না
৬. অবশেষে মুভি ডাউনলোড হলে, কেউ না কেউ বলে বসবে পপকর্ন ছাড়া মুভি দেখা যায় নাকি?
৭. পপকর্ন এবং হালকা স্ন্যাক্স নিয়ে আসতে আসতে কেউ বলে বসবে “দোস্ত রাত ২ টা বাজে” আজকে চল মুভি বাদ দেই
৮. অবশেষে সবাই মুভি বাদ দিয়ে কোনো সিরিজের একটা এপিসোড দেখে যে যার মতো ঘুমিয়ে পড়বে
SHARE THIS ARTICLE