Menu
menu-icon close
  • মাইরালা

বিপদ এড়াতে পার্টনারকে যে ১০টি মিথ্যা আমরা প্রায়ই বলি

Thumbnail

by Bishal Dhar

১০:৩০, ৩ এপ্রিল ২০২৩

বিপদ এড়াতে পার্টনারকে যে ১০টি মিথ্যা আমরা প্রায়ই বলি

পার্টনারকে ছোটখাট মিথ্যা বলেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কারণ বড়সড় গ্যাঞ্জাম এড়ানোর জন্য ছোটখাট মিথ্যা বলাই যায়, তাতে খুব একটা ক্ষতি হয় না। আপনিও যদি রিলেশনশিপে থাকেন তাহলে নিচের মিথ্যাগুলো মাঝেমধ্যে আপনিও বলেছেন। আর না বললেও আজকের তালিকা থেকে জেনে নিন, ভবিষ্যতে কাজে লাগবে।

১. এই ড্রেসে তোমাকে একদম পারফেক্ট লাগছে

২. রাতের বেলা Goodnight মেসেজ

৩. এইতো পৌঁছে গেছি

৪. অমুকের সাথে (পড়ুন এক্সের সাথে) আমার একদমই যোগাযোগ নেই

৫. আরে ও তো আমার “জাস্ট ফ্রেন্ড”

৬. হ্যাঁ খেয়েছি!

৭. আরে না তোমাকে একদম মোটা লাগছে না

৮. তোমার রান্নাই বেস্ট

৯. আরে আগে খেতাম এখন একদমই সিগারেট খাই না

১০. হ্যাঁ আমি ঠিকঠাক আছি (নইলে শুনতে হবে “ও তাহলে আমার জন্য ঠিক নেই তুমি তাই না?)”

SHARE THIS ARTICLE