যে ৭ ধরনের ফেসবুক মেমোরি দেখলে ভীষণ যন্ত্রণা হয়
by Maisha Farah Oishi
১০:৩২, ৩ জুন ২০২৩
ফেসবুকে মেমোরি অপশনটি সম্ভবত আমাদের পুরানো দিনের সুখময় স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্যই রাখা হয়েছে। তবে কিছু ধরনের ফেইসবুক মেমোরি আছে যেটা দেখলে ভালো লাগার চেয়ে বরং আরো মুডটাই বিগড়ে যায়। সেই টাইপের ফেসবুক মেমোরি নিয়ে আজকের লিস্ট।
১. ফেসবুক মেমোরিতে যখন পুরনো এক্স এর সাথে লুতুপুতু মার্কা পোষ্ট আর ছবি আসে
২. যখন পুরানো সাপ মার্কা বন্ধুদের সাথে বিভিন্ন ছবি আসে
৩. যখন আগের দিনের নিজের স্লিম আর সুন্দর ছবি
৪. বোরিং অথবা কাজে ব্যস্ত থাকার দিনে যখন পুরানো কোন ভ্যাকেশনে ঘোরাঘুরির ছবি
৫. নিজের লেখা পুরানো আজগুবি ধরনের পোস্ট আর টাইপ করার স্টাইল যখন চোখে পড়ে
৬. যেসব বন্ধুরা এখন অন্য দেশে থাকে, তাদের সাথে কাটানো আনন্দের দিনগুলোর ছবি যখন মেমোরিতে আসে
৭. নিজের ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যাওয়ার পোস্ট যখন মেমোরিতে আসে
SHARE THIS ARTICLE