Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

যে ৮টি কারণে বেস্টফ্রেন্ডদের সাথে ঝগড়া বেশিক্ষণ স্থায়ী হয় না

Thumbnail

by Bishal Dhar

১৬:৫২, ৯ মার্চ ২০২৩

যে ৮টি কারণে বেস্টফ্রেন্ডদের সাথে ঝগড়া বেশিক্ষণ স্থায়ী হয় না

বেস্টফ্রেন্ডদের সাথে সবারই একটু আধটু ঝগড়া লাগে, অনেকের তো রোজই লাগে। তারপরেও এদের সাথে ঝগড়াগুলো বেশিক্ষণ স্থায়ী হয় না কারণ এরা হচ্ছে জীবনের লাইফ লাইন, এদের ছাড়া সব অসম্ভব, আবার আমার সব সিক্রেটও জানে তাই রিস্কটাও বেশি। জেনে নিন আরও ঠিক কি কি কারণে বেস্টফ্রেন্ডদের সাথে ঝগড়া বেশিক্ষণ স্থায়ী হ য়না

১. শালারা আমার সব সিক্রেট জানে, বেশি গ্যাঞ্জাম করলে আমারই লস

২. মনের কথা এদের ছাড়া কাউকে মন খুলে বলা যায় না

৩. কেমন জানি দমবন্ধ লাগে

৪. আড্ডা দিব কার সাথে যদি ঝগড়া লাগিয়ে রাখি?

৫. একা খেতে যেতে ভালো লাগে না

৬. অনেকগুলো ট্রিট মিস হয়ে যাবে

৭. জীবনে প্রচুর ঘুরতে হবে, আর অন্য কারো সাথে ঘুরতে যাওয়ার কথা চিন্তাই করতে পারি না

৮. ছ্যাঁকা খেয়ে যখন ব্যাকা হয়ে যাব, তখন এরা ছাড়া কেউ আর সোজা করতে পারবে না

SHARE THIS ARTICLE