Menu
menu-icon close
  • মাইরালা
  • ভাল্লাগসে

Textovert মানুষজন যে ৭টি ব্যাপারের সাথে অনেক বেশি পরিচিত

Thumbnail

by Bishal Dhar

১৯:৪০, ৩ নভেম্বর ২০২২

Textovert মানুষজন যে ৭টি ব্যাপারের সাথে অনেক বেশি পরিচিত

সারাদিন মোবাইলে হাতে নিয়ে টেক্সট করতে থাকা, আড্ডায় না আসতে চাওয়া কিংবা সরাসরি বা ভিডিও কলের আড্ডার চেয়ে চ্যাটিংয়েই আগ্রহ থাকা Textovert দের সংখ্যা আমাদের আশেপাশে নেহায়েত কম নয়। এমনকি এই লেখা হয়তো তাদের মধ্যে অনেকে পড়ছেনও। আপনিও যদি তেমনি একজন Textovert হন, তাহলে পড়তে পড়তে মনে হবে আরে! এইটা তো আমি।

১. সরাসরি আড্ডার চেয়ে ভার্চুয়াল আড্ডাই আপনার বেশি ভালো লাগে

২. টেক্সট করার সময় আপনি ঠিক যতটা কমফোর্টেবল, মানুষের সাথে সামনাসামনি কথা বলায় আপনি ঠিক ততটাই আনকমফোর্টেবল

৩. ম্যাসেজে কথা বলার সময় হুট করে কেউ কল করতে চাইলে আপনি সাথে সাথে গায়েব হয়ে যান

৪. সারাক্ষণ আপনার হাতে মোবাইল থাকবেই

৫. ভিডিও কল আপনার কাছে আরেক আতংকের নাম

৬. আপনাকে যদি প্রিয় মানুষের সাথে প্রিয় কোন জায়গায় ডেট কিংবা ঘরে বসে তার সাথে টেক্সটিংয়ের মধ্যে একটি বেছে নিতে হয়, আপনি দ্বিতীয়টিই বেছে নিবেন

৭. আপনার Textovert হওয়ার আরেকটি কারণ, এখানে মানুষ আপনার ইমোশন সহজে বুঝতে পারে না

SHARE THIS ARTICLE