Menu
menu-icon close
  • মাইরালা
  • সেন্টি খাইলাম

জীবনের যে ৭টি মুহূর্তে নিজেকে বাপ্পারাজ মনে হয়

Thumbnail

by Bishal Dhar

১৩:০৫, ৫ নভেম্বর ২০২২

জীবনের যে ৭টি মুহূর্তে নিজেকে বাপ্পারাজ মনে হয়

বেদনার যদি কোন ভিজ্যুয়াল রিপ্রেজেন্টেড রূপ থাকতো, তাহলে তা হতো আমাদের বাংলা সিনেমার একমাত্র ছ্যাক সম্রাট দি ওয়ান এন্ড ওনলি বাপ্পা ব্রো, আই মিন বাপ্পারাজ। সিনেমার মধ্যে তার এত বেদনা আমরা দেখেছি যে এখন আমাদের জীবনে দুঃখ পেলেই তখন নিজেকে বাপ্পারাজ মনে হয়। তাই জেনে নিন জীবনের কোন মুহূর্তগুলোয় নিজেকে আমাদের সবারই কমবেশি বাপ্পারাজ মনে হয়

১. নিজের ক্রাশের মুখে তার ক্রাশের কথা শুনলে

২. অনেক কষ্ট করে রান্নার পর প্রচন্ড ক্ষুধা নিয়ে খাবার খেতে গিয়ে যখন একদম শুরুতেই মুখে এলাচি পড়ে

৩. যখন অফিসিয়াল জুম কল/ক্লাসে মা ঘরের নিকনেমে ডেকে উঠে

৪. রাতের বেলা সিনেমা দেখতে বসে ওয়াইফাই লাইন ঝামেলা করে আর তখনই দেখি মোবাইলেও এমবি শেষ

৫. শীতের রাতে মাত্র একটু লেপের নিচে আরাম লাগা শুরু হতেই যখন বাথরুম ধরে

৬. বাসায় কাচ্চি এনে প্যাকেট খুলে যখন দেখি তাতে কোন আলু নেই

৭. অনেক প্যারা নিয়ে খেতে গিয়ে যখন দেখি রেস্টুরেন্ট বন্ধ

SHARE THIS ARTICLE