সিনেমা হলে মুভি দেখতে গেলে যেসব ব্যাপার আপনার সাথে ঘটবেই
by Maisha Farah Oishi
২১:১৪, ২৫ সেপ্টেম্বর ২০২২
সিনেমা হলে বসে মুভি দেখার মজাটাই কিন্তু অন্যরকম, বড় পর্দায় সিনেমার যে আমেজ সেটা আসলেই বাসায় বসে পাওয়া সম্ভব নয়। তবে মুভি হলে গেলেই কিন্তু কয়েকটা ব্যাপার আপনি এক্সপেরিয়েন্স করবেন, মিলিয়ে দেখুনতো আপনার সাথে এসব ঘটেছে কিনা
১. হলে অন্ধকারের মধ্যে হয়তো আপনার ড্রিংকস পড়বে, না হয় পপকর্ণ!
২. পেছন থেকে কেউ না কেউ আপনার সিটে অন্তত কয়েকবার হলেও পায়ের ভার দিবেই
৩. ছোট বাচ্চাদের চেঁচামেচি অথবা কান্না অবশ্যই শুনতে পাবেন
৪. অন্ধকারে হেঁটে যাওয়ার সময় আপনার পায়ের উপর কেউ পাড়া দিবে, অথবা আপনি হাঁটার সময় কারো উপর উষ্ঠা খাবেন
৫. প্রেমে মগ্ন কপোত-কপোতীর দেখা তো অবশ্যই পাবেন, যারা মুভি দেখা বাদ দিয়ে নিজেদের মধ্যেই বেশি ব্যস্ত থাকে
৬. হুটহাট কারো না কারো ফোন বেজে উঠবে, অনেকে আবার মুভি চলাকালীন অবস্থাতেই ফোনে কথা বলতে থাকবে
৭. কিছু মানুষ নিজেরা কথা বলতেই এত বিজি থাকবে যে, এদের পাশে বসা মানেই মুভির ডায়লগের জায়গায় শুধু তাদের কথোপকথন শুনতে পাওয়া
SHARE THIS ARTICLE