Menu
menu-icon close

যে ৮টি কারণে রিকশায় চড়ার মজাই আলাদা

Thumbnail

by Maisha Farah Oishi

১৬:৫৩, ২৪ জুন ২০২২

যে ৮টি কারণে রিকশায় চড়ার মজাই আলাদা

বাঙালিদের তো রিকশা ছাড়া চলেই না, রিকশা আমাদের বেশিরভাগ মানুষেরই দৈনন্দিন জীবনের একটা অংশের মত। আর রিকশায় চড়ার মজাটাও যে কেন অন্য যেকোনো যানবাহনের চেয়ে অনেক বেশি আলাদা, তা নিয়েই আজকের লিস্ট।

১. রিকশায় যেভাবে চারপাশে খোলামেলা থাকে আর সবদিকে দেখতে দেখতে যাওয়া যায়, অন্য কোন যানবাহনে সেই ব্যাপারটা নেই

২. প্রাকৃতিক বাতাস একদম সরাসরি পাওয়া যায় আর আকাশটাও খুব সুন্দরভাবে দেখা যায়

৩. বৃষ্টিতে রিকশায় ঘুরে বেড়ানোর আনন্দটাও অন্যরকম, চাইলে হুড ফেলে ভেজাও যায়!

৪. তিন বন্ধু মিলে রিকশায় চড়া কোন অ্যাডভেঞ্চারের চেয়ে কম না!

৫. এমনকি ডেইটে গেলেও অনেক সময় শুধুমাত্র রিকশাতে ঘুরতেই চমৎকার লাগে

৬. স্বল্প দূরত্বে অন্য কোন যানবাহনে না যাওয়া গেলেও, রিকশায় ঠিকই যাওয়া যায়

৭. রিকশার সিট একটু উঁচু হওয়াতে বসতেও বেশ লাগে, আবার নিজের ইচ্ছামত হুড উঠিয়ে বা নামিয়ে চড়া যায়!

৮. রিকশা চলার স্পিডটাও বেশ স্মুথ থাকে, খুব জোরেও চলে না আবার খুব আস্তেও না। তাই চলার সময় চারপাশটা বেশ উপভোগ করা যায়

SHARE THIS ARTICLE