Menu
menu-icon close
  • ভাল্লাগসে

যে ৭টি কারণে ফুটবলপ্রেমীরা পার্টনার হিসেবে একদম পারফেক্ট

Thumbnail

by Maisha Farah Oishi

১৯:৫৩, ৫ ডিসেম্বর ২০২২

যে ৭টি কারণে ফুটবলপ্রেমীরা পার্টনার হিসেবে একদম পারফেক্ট

যারা ফুটবল খেলা ভালোবাসে, ফুটবল ম্যাচ পাগলের মতো দেখে, নিজের পছন্দের ফুটবল টিম আর প্লেয়ারদের প্রতি অনেক ডেডিকেটেড থাকে, তারা কিন্তু পার্টনার হিসেবে বেশ ভালো হয়। আজকের এই লিস্ট সেই কারণগুলো নিয়েই।

১. যত কিছুই হয়ে যাক না কেন, এরা নিজেদের পছন্দের ফুটবলার এবং ফুটবল ক্লাবের প্রতি বছরের পর বছর loyal থাকে সুতরাং আপনার প্রতিও loyal থাকবে!

২. ফুটবল ক্লাবের বিভিন্ন ধরনের ড্রামা এবং ভক্তদের মধ্যে ঝগড়া-বিবাদে এরা প্রচুর অভ্যস্ত, সুতরাং রিলেশনশিপের ঝামেলা এদের কাছে কিছুই না!

৩. এরা প্রিয় ফুটবল টিমের দেয়া শত শত ছ্যাঁকা সহ্য করে, তাই আপনার দেয়া পেইন ইজিভাবে নিতে পারবে

৪. এরা রাত জেগে ফুটবল ম্যাচ দেখেই কুল পায় না, আপনার উপর চিট করবে কোন সময়!

৫. ফুটবল ভালোবাসে মানে নিজেও সুযোগ পেলেই খেলে, অর্থাৎ শরীর-স্বাস্থ্যও বেশ ফিট থাকে।

৬. এদের খুশি করাও খুব সহজ, পছন্দের টিম আর প্লেয়ারকে নিয়ে সাপোর্টিভ কথা বললেই হয়ে গেল।

৭. কি গিফট দেয়া যায় সেটা নিয়েও বেশি টেনশন করা লাগে না, পছন্দের ফুটবল টিম রিলেটেড কিছু একটা দিলেই এরা মহাখুশি!

SHARE THIS ARTICLE