Ex - এর পাশাপাশি জীবনের আরো যেসব তুচ্ছ ভুলের কথা প্রায়ই মনে পড়ে
by Efter Ahsan
১০:০৭, ২৬ ডিসেম্বর ২০২২
প্রাক্তনের সাথে যা হওয়ার হয়ে গেছে, এটা কে জীবনের অনেক বড় কোনো ইভেন্ট মনে করার কোনো কারণ নেই। বরং আপনি খেয়াল করলে দেখবেন দৈনন্দিন জীবনের অন্যান্য তুচ্ছ ভুলের মতো, ওই ব্যাপারটাও তুচ্ছ।
১. “ধেৎ, নুরজাহান মার্কেট থেকে প্যান্ট কেনার সময় দাম আরো দুইশ কম বললেই পারতাম”
২. “ইশ, তিন দিনের ছুটি দিলো বস, চারদিনের ছুটি কেন চাইলাম না?”
৩. “এই প্রশ্নের উত্তরটা এতো ছোট করে কেন লিখতে গেলাম? খাতা ভরে ভরে লিখলেও তো আরো কিছু নাম্বার দিতো স্যার”
৪. “হুদাই এতো টাকা দিয়ে খাবার অর্ডার করলাম, বাসায় তো ভালোই রান্নার আয়োজন করসে”
৫. “কেন যে বালিশটা এভাবে ঘাড়ের নিচে রেখে ঘুমাইসি, এখনো ব্যথা যাচ্ছে না”
৬. “বাসের কন্ডাক্টরের কাছ থেকে নোটটা চেক করে নেওয়া উচিত ছিল, ব্যাটায় ছেঁড়া নোট ধরায় দিসে”
৭. “আহহা, আলু গুলা আরেকটু কুচি কুচি করে কাটলেই আলু ভাজিটা আরো মজার হতো”
SHARE THIS ARTICLE