যে ৯টি উপায়ে ট্যুরে গিয়েও নিজেকে শীতের কাছে আপোসহীন প্রমান করবেন
by Efter Ahsan
১৯:২৩, ২৪ ডিসেম্বর ২০২২
শীতে জবুথবু হয়ে বন্ধু-বান্ধব কিংবা ফ্যামিলি নিয়ে ট্যুরের আনন্দ মাটি করতে চায় না কেউই। আর বাঙালি হিসেবে নিছক শীতকে আমোদ-প্রমোদের মাঝখানে আসতে দেওয়ার তো প্রশ্নই উঠে না। তাই শীতকালীন ট্যুরে যে ৯টি উপায়ে নিজেকে বাঁচাতে পারবেন সেগুলোই একবার দেখে নেওয়া যাক-
১. কাপড়ের লেয়ারে লেয়ারেই আমাদের পরিচয়
২. আপনার গলা আছে মানে গলায় মাফলার থাকা চাই
৩. আম্মুর শালের কাছে পশ্চিমা গরম কাপড়ের বেল নাই
৪. পাহাড়ি বা একটু বেশি ঠান্ডা এলাকায় গেলে তো মানকি টুপি মাস্ট
৫. সোয়েটার যতই ঢিলে ঢালা হোক না কেন শীত মানলেই হলো
৬. উলের মোজা সাথে রাখুন, ব্যবহার করুন স্যান্ডেল এর সাথেও
৭. কয়েকদিনের ট্যুরে গিয়ে এত ঠান্ডার মধ্যে গোসল করার কি আছে?
৮. কাপড়ে শীত না মানলে পিঠা খেয়ে শীত তাড়াবেন, সিম্পল
৯. বাস বা এয়ার টিকেট নিতে ভুলে গেলেও সরিষার তেল যেন স্যুটকেসে থাকে
SHARE THIS ARTICLE