যে ৬টি কারণে শীতকাল স্টুডেন্টদের জন্য এক জীবন-মরণ পরীক্ষা
by Fariha Rahman
১৯:৪২, ২৮ নভেম্বর ২০২২
এমনিতেই স্টুডেন্ট লাইফ মানে এক গাদা দুঃখ-কষ্টে ভরপুর গল্পের সিনেমা। তার উপর শীতকাল আসলে সেই তালিকায় আরও কিছু দুঃখ বেদনা যোগ হয়। তেমন কিছু নমুনা নিয়েই এই তালিকাটি।
১. সকালে প্রচন্ড ঠান্ডার মাঝেও ক্লাসের জন্য ঘুম থেকে উঠতে হয়
২. ঠান্ডা ঠান্ডা চেয়ার টেবিলে অনেক্ষন ধরে বসে থাকতে হয়
৩. বন্ধুদের সাথে বের হলে বেশিক্ষন বাইরে থাকা যায় না, কারণ মাগরিবের আযান তাড়াতাড়ি দিয়ে দেয়
৪. পড়তে বসলেই প্রচন্ড ঘুম পায় বলে অ্যাসইনমেন্ট শেষ করা অসম্ভব হয়ে যায়
৫. পাওয়ার ন্যাপ নামক ব্যাপারটা শীতকালে একদমই কাজ করে না, একবার ঘুমিয়ে পড়লে উঠে আবার পড়াশুনায় যাওয়া রীতিমত অসম্ভব
৬. ফ্লোর প্রচন্ড ঠান্ডা থাকে বলে, খাট থেকে নেমে টেবিলে যেতে ইচ্ছা করে না। আবার খাটে বসে থাকলে খালি ঘুম পায়
SHARE THIS ARTICLE