Menu
menu-icon close
  • সেন্টি খাইলাম
  • ভাল্লাগসে

যে ৭ ধরনের জিনিস নিয়ে এখন আর তেমন কাড়াকাড়ি হয় না

Thumbnail

by Efter Ahsan

২০:৫২, ১৪ জানুয়ারি ২০২৩

যে ৭ ধরনের জিনিস নিয়ে এখন আর তেমন কাড়াকাড়ি হয় না

কোনো কিছু নিয়ে কাড়াকাড়ি করা আমাদের স্বভাবের মধ্যেই পড়ে। একটা সময় ছিল যখন সম্পত্তি বা জমিজমা ছাড়াও অনেক কিছু নিয়ে আমাদের কাড়াকাড়ি করতে হতো, যা এখন আর সচরাচর দেখা যায় না। এরকম কাড়াকাড়ি সংক্রান্ত ঘটনার সাথে আপনিও রিলেট করতে পারেন কি না দেখুন তো!

১. রিমোট - একটা সময় ছিল যখন টিভির রিমোট নিয়ে বাড়ির ছোটদের কিংবা বড়দের মাঝেও কাড়াকাড়ি লেগে যেত। কিন্তু এখন তো মানুষ টিভিই দেখে না আগের মতো

২. স্মার্টফোন - কয়েকবছর আগেও প্রত্যেকটা বাসায় একটা বা সর্বোচ্চ দুইটা স্মার্টফোন থাকতো। সেইটা নিয়েই ছোটদের মাঝে গেমস খেলা কিংবা বড়দের মাঝে ভিডিও কল করা নিয়ে ব্যাপক কাড়াকাড়ি হতো

৩. কসমেটিকস - বিভিন্ন প্রসাধনী সামগ্রী নিয়ে ভাইবোন কিংবা বন্ধুদের মাঝে কাড়াকাড়ি যে একেবারেই দেখা যায় না তা নয়। তবে সবাই এখন যার যার জিনিসপত্র ইউজ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে

৪. বিদেশ থেকে পাঠানো গিফট - বাইরের কারো কাছ থেকে পাওয়া গিফট নিয়ে মেকি কাড়াকাড়ি করার একটা ব্যাপার দেখা যেত আগে। এখন মানুষ অল্পেই ইমোশনাল হয়ে যায়, তাই এরকম আর দেখা যায় না

৫. খেলনা - বাচ্চাদের মধ্যে খেলনা নিয়ে কাড়াকাড়ির ব্যাপারটাও খুব নরমাল ছিল। আজকাল সব বাবা-মা তাদের বাচ্চাদেরকে স্বয়ংসম্পূর্ণ রাখতে চায়। ফলে সবার কাছেই সব খেলনা কম বেশি থাকেই 

৬. বই - নতুন বই কেনার পর কে কোনটা আগে পড়বে তা নিয়েও একসময় কাড়াকাড়ি হতো। এখন কাড়াকাড়ি তো দূরের কথা, শেষ কবে নতুন বই কিনেছিলেন, মনে আছে?

৭. পত্রিকা - অনেকের বাসায়ই নিয়মিত পত্রিকা রাখা হতো আর সেই পত্রিকার সঙ্গে পাওয়া বিভিন্ন ম্যাগাজিন কিংবা আলাদা আলাদা পাতা নিয়েও কাড়াকাড়ি লেগে যেত। এখন আর এরকম দৃশ্য দেখা যায় না

SHARE THIS ARTICLE