Menu
menu-icon close
  • মাইরালা
  • সেন্টি খাইলাম

যে ৭টি পরিস্থিতিতে মনে হয় ব্রেকআপ আপনার কিন্তু মাথা ব্যথা বাকি দুনিয়ার

Thumbnail

by Sunehra Azmee

১৭:১০, ১৬ জানুয়ারি ২০২৩

যে ৭টি পরিস্থিতিতে মনে হয় ব্রেকআপ আপনার কিন্তু মাথা ব্যথা বাকি দুনিয়ার

প্রেম হওয়া এবং প্রেম ভেঙে যাওয়া আমাদের জীবনের খুব সহজাত একটা ব্যাপার। এগুলো কমবেশি সবার সাথে হতেই থাকে, তবে সমস্যা তখনই হয় যখন আপনার ব্রেকআপ নিয়ে আপনার চেয়ে বেশি মাথা ব্যথা হতে থাকে আপনার আশেপাশের মানুষদের। চলুন তাহলে দেখে নেই সেটা কিরকম রূপ নেয়। 

১. আপনার বন্ধুবান্ধব আপনাকে বারবার জানাতে থাকে, তারা কি স্টোরি দিলো বা কার সাথে ঘুরছে

২. আপনি দেখতে না চাইলেও আপনাকে জোর  করে দেখানো হয় তারা আপনাকে নিয়ে কি পোস্ট দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে

৩. ব্রেকআপের ব্যাপারটা জানাজানি হওয়ার পর আপনাকে এসে বলা হয় “oh nooo you two broke up?? you two looked so cute together”

৪. এরপর শুরু হয় ব্রেকআপ কেন হয়েছে? কার কারণে হয়েছে? এগুলো নিয়ে নানারকম কৌতুহলজনিত প্রশ্ন

৫. ব্রেকআপের পর নতুন কারো সাথে ডেটে গেলেও সুযোগ বুঝে একটা খোঁচা মেরে যায়- “omg you moved on so fasttt..”

৬. হুটহাট মানুষ আপনাকে মেসেজ পাঠায় যে “please get back together!! তোমাদের একসাথে অনেক ভালো লাগতো!”

৭. আপনার যেকোনো মন খারাপ মার্কা পোস্ট দেখলেই ধরে নেয়া হয়, এটা প্রাক্তনকে ডেডিকেট করে দেয়া পোস্ট

SHARE THIS ARTICLE