যে ৮টি ব্যাপারে বুঝবেন সে আপনাকে পছন্দ করে তবে ‘As a friend’
by Bishal Dhar
১৩:০৩, ১৮ জানুয়ারি ২০২৩
একসাথে চলতে চলতে অনেক সময় পাশের বন্ধুটির প্রতি অনেকের মনে নতুন ধরনের কিছু অনুভূতি আসতে শুরু করে। তবে শুধু নিজের অনুভূতি থাকলেই তো হবে না, পাশেরজন আপনাকে নিয়ে কি ভাবছে, সেটা জানাও জরুরি। আজ তাই জেনে নিন, কিভাবে বুঝবেন সেও আপনাকে পছন্দ করে তবে ‘As a friend’
১. সে আপনার সাথে একা সময় কাটাতে নয় বরং পুরো সার্কেলের সাথেই সময় কাটাতে বেশি আগ্রহী
২. আপনি অন্য কোন ছেলে/মেয়েকে নিয়ে কথা বললে সে মোটেও হিংসা করে না
৩. সে কখনোই বেশি সময় আপনার সাথে ফোনে কথা বলে না
৪. বেশিরভাগ সময়েই আপনারা একজন আরেকজনকে শুধু Text করেন
৫. আপনাদের মধ্যে কথাবার্তা বলায় বেশকিছু বাউন্ডারি রয়েছে
৬. কোন ব্যাপারেই সে আপনাকে তেমন জোর করে না
৭. দুজনের মধ্যে আপনিই সবসময় ফ্লার্টিং করেন, তার তরফ থেকে কখনোই তেমন কিছু আসে না
৮. এমনকি সে আপনার ব্যাপারে possessive ও নয়
SHARE THIS ARTICLE