Menu
menu-icon close
  • সেন্টি খাইলাম

যে লক্ষণগুলো প্রমাণ করে আপনি আসলে অতটাও “Single” না

Thumbnail

by Efter Ahsan

২০:৪৬, ১৫ জানুয়ারি ২০২৩

যে লক্ষণগুলো প্রমাণ করে আপনি আসলে অতটাও “Single” না

আপনি কি সিঙ্গেল অথচ আপনার পরিচিত কেউ বিশ্বাস করতে চায় না? কখনো কি ভেবে দেখেছেন যে, আপনি হয়তো অতটাও সিঙ্গেল না যতটা সবাইকে দেখিয়ে বেড়ান কিংবা অন্যদের কাছেও আপনাকে সিঙ্গেল না ভাবার যথেষ্ট কারণ থাকতে পারে!

১. আপনাকে “একা” খুব কমই দেখতে পাওয়া যায়, বিশেষ একজন আপনার সাথে থাকেই

২. সেই বিশেষ মানুষটা আপনার সাথে একটু বেশীই ঘনিষ্ঠ বলে সবাই কমবেশি জানে

৩. সিঙ্গেলদের যেসব স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয়, আপনার সেসব স্ট্রাগলও নেই

৪. আপনি সিঙ্গেল সেটা জানার পর সবাই খুব অবাক হয়, আপনি নিজের মুখে বললেও অনেকের তা বিশ্বাস করতে কষ্ট হয়

৫. নিজেকে “সিঙ্গেল” বললেও, আপনার সুখ দেখে রিলেশনে থাকা মানুষেরাও সিঙ্গেল হতে চায়!

৬. আপনাকে সোশ্যাল মিডিয়াতে সিঙ্গেল হওয়া নিয়ে কোন হা-হুতাশ করতেও দেখা যায় না

৭. আপনার কাছে “মনে মনে সিঙ্গেল” থাকাই আসল সিঙ্গেল থাকা

SHARE THIS ARTICLE