আমার মতো সকালে সহজে যাদের ঘুম ভাঙে না, তারাই বুঝবেন এই ৮টি ব্যাপার
by Bishal Dhar
১৯:৪৩, ৩ নভেম্বর ২০২২
অনেকেই বলেন তাদের নাকি সকাল ৬ টায় ঘুম ভেঙে যায়। আমার প্রশ্ন, কিভাবে পারেন? আমার মতো যারা রাতজাগা পাখি, তাদের জন্য তো সকাল ৬টা মধ্যরাত। সকালে ঘুম ভাঙাটা আমাদের কাছে রীতিমত যুদ্ধ জয়ের মত অবস্থা। চলুন তাহলে কিছু ব্যাপার মিলিয়ে দেখা যাক!
১. কয়েক লেয়ারের অ্যালার্ম ছাড়া ঘুম ভাঙা তো আমার জীবনে এক অসম্ভবের নাম!
২. মাঝেমাঝে মনে হয় মিটিং বা ক্লাস এগুলো সকালে শুরু না হয়ে দুপুরে কেন হয় না?
৩. “নাস্তা!!?” সকালবেলা তাড়াহুড়া করে রেডি হয়েই কুল পাই না, নাস্তা করবো কখন?
৪. শীতের সকাল আমাদের কাছে এক নরক যন্ত্রণার মতো, শীতের ঠান্ডা সকালে নরম গরম বিছানার সাথে বিচ্ছেদ, প্রথম প্রেমের বিচ্ছেদ থেকেও ভয়ানক!
৫. যেদিন কোন কারণে অ্যালার্ম দিতে মনে থাকে না, সেদিন তো আমার অবস্থা একদম বারোটা!
৬. অনেক চেষ্টা করেও কোনোদিন ৮ টায় বের হওয়ার জন্য ৭ টায় উঠতে পারিনি, সবসময় ৭:৫৫-তেই উঠেছি
৭. ঘুম না ভাঙার এই অভ্যাসের জন্য আমি এখন অফিশিয়ালি একজন লেট লতিফ!
৮. রাতই আমার কাছে প্রিয় বন্ধু, কিন্তু সকাল……
SHARE THIS ARTICLE