আপনি কি বাংলার সুপার হিউম্যান? এক্কেবারে বিনামূল্যে, ৭টি বিশেষ কৌশলে এক্ষুনি টেস্ট করুন
by Bengal Beats
১৬:২১, ২১ ডিসেম্বর ২০২২
দুনিয়ার সব মানুষেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে যা তাকে অন্যদের থেকে আলাদা করে। যেমন ধরুন কেউ হয়তো তার লেখা দিয়ে মানুষকে হাসাতে বা কাঁদাতে পারে, কেউ আড্ডার প্রাণ, কারো পেটে বোম মারলেও মুখ দিয়ে শব্দ বের হয়না আবার কেউবা অবৈতনিক মোটিভেশনাল স্পিকার। এমন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য কিংবা গুণ মানুষকে শুধুই ‘হিউম্যান’ বা সাধারণ মানুষ করে তোলে। তবে হ্যাঁ এসব সাধারণ মানুষের মধ্যে লুকিয়ে আছে কিছু অতিমানব বা সুপারহিউম্যান। আপনার আশেপাশে কেউ সুপারহিউম্যান কিনা তা কিন্তু আপনি বুঝে ফেলতে পারেন খুব সহজেই। আবার কে জানে হয়তো আপনি নিজেই একজন সুপারহিউম্যান কিন্তু এতদিন ঠিক বুঝে উঠেননি। তাহলে জেনে আসা যাক আপনি সুপারহিউম্যান কিনা।
১. বন্ধুকে ‘দোস্ত ৫ মিনিটে আসছি’ বলার পর আপনি ৫ মিনিটেই তার কাছে পৌঁছে যান
২. আপনি ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থেকেও মাথা দুলিয়ে কানে হেডফোন দিয়ে গান শুনেন
৩. আপনি অ্যানিভারসারি, গার্লফ্রেন্ডের জন্মদিন এমনকি তার পোষা প্রাণীর জন্মদিনও কখনো ভুলেন না
৪. ফেসবুকে চেক ইন বা কোন প্রকার জানান না দিয়ে আপনি বন্ধু বা প্রিয়জনের সাথে ট্যুরে যান
৫. আপনি বিয়ের অনুষ্ঠান কিংবা রেস্টুরেন্টে পোলাও-বিরিয়ানি খাওয়ার জন্য ‘স্পুন’ খোঁজেন
৬. আপনি পরীক্ষার আগে কখনোই বলেন না ‘আমি কিছু পারিনা’, ‘আমি এবার ফেইল করব’
৭. আপনি সেফুদা কিংবা মেরিন সিটি মেগা শপিং কমপ্লেক্সের সাথে পরিচিত নন
SHARE THIS ARTICLE