Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • কস্কি মমিন

যে ৭ ধরণের অদ্ভুত কাজ স্কুলের টিচাররা আমাদের সাথে করেছে

Thumbnail

by Maisha Farah Oishi

২৩:৫০, ৫ নভেম্বর ২০২২

যে ৭ ধরণের অদ্ভুত কাজ স্কুলের টিচাররা আমাদের সাথে করেছে

স্কুল লাইফ আর স্কুলের টিচারদের প্রতি সবারই এক ধরনের অন্যরকম মায়া কাজ করে। তবে স্কুল লাইফে কিছু কিছু টিচারদের অদ্ভুত কর্মকাণ্ড কিন্তু মোটামুটি সবাইকেই সহ্য করতে হয়েছে। যেগুলোর ব্যাপারে এখন চিন্তা করলেও আজব লাগে।

১. বায়োলজির বিভিন্ন চ্যাপ্টার স্কিপ করে যাওয়া, এমনকি জিজ্ঞেস করলেও যথাযথ উত্তর না দেয়া

২. ক্লাসের মাঝখানে পানি খেতে অথবা টয়লেটে যেতে না দেয়া

৩. জোর করে চুল-নখ কেটে দেয়া

৪. সময়মত স্কুলের ফি পরিশোধ না করতে পারলে, ক্লাসের সবার সামনে অপমান করা

৫. অনেকের চেহারা, গায়ের রং- গড়ন এমনকি বাবা-মায়ের পেশা নিয়েও খোঁচা মারা

৬. সঠিক নিয়মে অংক করার পরেও, শুধুমাত্র টিচারের নিজস্ব নিয়মে না করার কারণে শূণ্য দেয়া

৭. নিজে পড়াতে কোন ভুল করলে, কোন স্টুডেন্ট সেটা শুধরে দেয়ার পর উল্টো তাকেই ধমক মারা!

SHARE THIS ARTICLE