Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • সেন্টি খাইলাম

যে জিনিসগুলো শুধু বাংলাদেশি মধ্যবিত্তরাই জমায়

Thumbnail

by Bishal Dhar

২১:১৪, ২৩ আগস্ট ২০২২

যে জিনিসগুলো শুধু বাংলাদেশি মধ্যবিত্তরাই জমায়

আপনি যদি বাংলাদেশি মধ্যবিত্ত পরিবারের সন্তান হন, তবে শেষ হয়ে যাওয়ার পর কোল্ড  ড্রিংক্সের বোতলে পানি রাখা কিংবা কেউ গিফট দিলে সেই গিফট র‍্যাপ ভালোমতো খুলে রেখে পরে আবার অন্য কাউকে গিফট দেওয়ার সময় সেটি ব্যবহার করা আপনার কাছে একদম রোজকার ব্যাপার। এগুলো ছোটকাল থেকেই আপনি দেখে আসছেন, আজ জেনে নিন এমনই আরও কিছু জিনিস সম্পর্কে যেগুলো বাকি দুনিয়াতে সবাই ব্যবহারের পর ফেলে দিলেও, বাংলাদেশি মধ্যবিত্তরা অন্য কাজে ব্যবহারের জন্য রেখে দেয় বা জমায়।

১. কোল্ড ড্রিংক্সের বোতল 

২. গিফট র‍্যাপ 

৩. শপিং ব্যাগ 

৪. আইসক্রিম বক্স 

৫. জেলির বয়াম 

৬. বিস্কুটের টিন 

৭. পলিথিন 

৮. যেকোনো প্লাস্টিকের কৌটা 

SHARE THIS ARTICLE