Menu
menu-icon close
  • কস্কি মমিন
  • মাইরালা

যে বিষয়গুলো আমাদের জীবনে কবে আসবে কেউ জানে না

Thumbnail

by Bishal Dhar

১৭:৫৩, ১৪ অক্টোবর ২০২২

যে বিষয়গুলো আমাদের জীবনে কবে আসবে কেউ জানে না

কিছু বিষয় একদম সোনার হরিণের মত, তাদের কথা আমরা কেবল শুনেই যাবো কিন্তু তাদের দেখা আর পাওয়া যাবে না, যেমন ধরুন- আর্টসেলের তৃতীয় অ্যালবাম। স্কুল থেকে শুনে শুনে বড় হয়ে, কলেজ-বিশ্ববিদ্যালয় পাশ করে, বিয়েশাদী করে ফেলেছে- এমন অনেক মানুষই এখনও আর্টসেলের তৃতীয় অ্যালবামের অপেক্ষায় আছে। এছাড়া ধূলাবিহীন মিরপুরের রাস্তা কবে ঠিক আমরা দেখতে পেয়েছিলাম, আর সামনেও আদৌ পাবো কিনা- তারও গ্যারান্টি নেই। আজ তাই জেনে নিন, সে বিষয়গুলো সম্পর্কে যেগুলো আমাদের জীবনে ঠিক কবে আসবে আমরা কেউই আসলে জানি না।

১. আর্টসেলের তৃতীয় অ্যালবাম

২. ঈদের পর কঠোর আন্দোলন

৩. ধূলাবিহীন মিরপুরের রাস্তা

৪. কিপটা বন্ধুর থেকে পাওনা ট্রিট

৫. উইকডে- তে জ্যামবিহীন বিজয় সরণী

৬. প্যারাবিহীন প্রেম

৭. ননজাজমেন্টাল প্রতিবেশী/আত্নীয়স্বজন

SHARE THIS ARTICLE