অলস কারো সাথে ট্যুরে গেলে যেসব প্যারাগুলো খেতে হয়
by Bishal Dhar
১৮:১৭, ৬ সেপ্টেম্বর ২০২২
ট্যুরে যাওয়াটা আসলে সবার জন্যেই আনন্দের, প্রতিদিনকার জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য ঘুরতে যাওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই। তবে অলস কাউকে সাথে নিয়ে কখনও ঘুরতে গেলে এমন যন্ত্রণা পোহাতে হয়, সেটা যারা যায় কেবল তারাই জানে। এদের নিয়ে কোথাও ঘুরতে গেলে মনে হবে, এর চেয়ে বরং ঘরে বসে থাকাই ভালো ছিলো! আজকের লিস্ট থেকেই জেনে নিন, কি কি প্যারা খেতে হয় অলস কাউকে নিয়ে ঘুরতে গেলে।
১. যাওয়ার পুরো রাস্তা জুড়েই, ‘বাসায় থাকলে আরামে ঘুমাতাম, এই করতে পারতাম-সেই করতে পারতাম’- এরকম বলে বলে কান ঝালাপালা করে দেয়
২. ঘুরতে গিয়েও বিছানা থেকে তাদের আলাদা করা যায় না
৩. একটু হেঁটেই তারা কাহিল হয়ে যায়
৪. সবাই যখন গিয়ে এদিক-সেদিক ঘুরে বেড়ায়, তারা তখন হোটেলে রেস্টে থাকে
৫. ট্যুরের পুরোটা সময় জুড়ে যেকোনো দায়িত্ব পালন অথবা কাজের ক্ষেত্রেই ঘ্যানঘ্যান করতে থাকে
৬. বাসায় ফেরত আসার জন্যেও ব্যাপক উৎপাত শুরু করে
৭. সমুদ্রে গেলে, সমুদ্রে নামতে আর পাহাড় থাকলে, পাহাড়ে ওঠা নিয়েও তাদের সাথে যুদ্ধ করতে হয়
৮. নিজের আলসেমির জন্য অন্যদের অনেক প্ল্যানেরও বারোটা বাজিয়ে দেয়
৯. নিজের ব্যাগেজও পারলে অন্যদের কাঁধে গছিয়ে দিতে চায়
SHARE THIS ARTICLE