যে ৮টি লক্ষণ প্রমাণ করে ডিপজল একজন সর্বগুণে গুণান্বিত সব্যসাচী
by Bishal Dhar
০০:৪৬, ১৪ নভেম্বর ২০২২
আজকে যাকে নিয়ে কথা বলবো তিনি বাংলা সিনেমার একজন প্রবাদপুরুষ, অনেক গুণে গুণান্বিত একজন সব্যসাচী। শব্দচয়নের দিক থেকে বাংলা সিনেমায় ভাষাগত বিপ্লব এনেছেন এই মহাপুরুষ। “পুত কইরা দিমু” কিংবা “সানডে-মানডে ক্লোজ কইরা দিমু”-এর মত অদ্ভুত এবং চিরসবুজ ডায়লগের উদ্ভাবক, আমাদের সবার প্রিয় বড়ভাই ডিপজল। তিনি যে একজন সব্যসাচী সেটির প্রমাণ পাবেন আজকের এই লিস্ট দেখলেই
১. তিনি একজন অ্যাকাউন্টেন্ট, কারণ সব হিসাব ঠিকঠাক বোঝেন এবং অন্যদেরও বোঝাতে সাহায্য করেন
২. তিনি একজন কৃষিবিদ, কারণ পাটক্ষেত নিয়ে উনার বিশেষ জ্ঞান আছে
৩. তিনি একজন প্রো লেভেলের টেক রিভিউয়ার, কারণ উনি কথায় কথায় যন্ত্র দেখান
৪. তিনি একজন গ্যাংস্টার, যাকে তাকে যখন খুশি পুত করে দেওয়ার ক্ষমতা রাখেন
৫. তিনি একজন বড় অফিসার, সিল মেরে যেকোনো সমস্যার সমাধান করতে পারেন
৬. তিনি একজন বড় নেতা, তার এক ডাকে সানডে- মানডে ক্লোজ হয়ে যায়
৭. তিনি একজন বড় মনের অধিকারি চাচা, সবাইকে ভাতিজা বানিয়ে কাছে ডাকেন
৮. তিনি একজন মলম ব্যবসায়ী, এমনকি বিনা পয়সায়ও চুলকানির মলম লাগিয়ে দেন
SHARE THIS ARTICLE