Menu
menu-icon close
  • ভাল্লাগসে

যে ৭টি কারণে শরৎকাল ভালো না লেগে কোন উপায় নেই

Thumbnail

by Maisha Farah Oishi

১৫:১২, ২৪ আগস্ট ২০২২

যে ৭টি কারণে শরৎকাল ভালো না লেগে কোন উপায় নেই

এখন চলছে শরৎকাল। আর কেন যেন এই সিজনটা একটু স্পেশাল মনে হয়। আসলে এই ঋতুটি ভালোলাগার বেশ কিছু কারণ রয়েছে, সেটা নিয়েই আজকে আমাদের এই লিস্ট।

১. এই সিজনে আকাশ বেশ পরিষ্কার থাকে আর স্বচ্ছ নীল আকাশে সাদা সাদা মেঘের ভেলা দেখতে চমৎকার লাগে

২. কাঁশফুলের অদ্ভুত সৌন্দর্যও এই সিজনেই উপভোগ করা যায়

৩. এই সিজনে সাধারণত গরমের তাপটা কমে আসে, নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া থাকে আর সাথে প্রচুর বাতাস

৪. দেশের বাইরে থাকলে তো কথাই নেই, চারদিকে শুধু রঙিন আর রঙিন

৫. ঘোরাঘুরি করতে যাওয়ার জন্যও এই সিজনটা বেশ আরামদায়ক

৬. এই সময় অনেকরকম কালারফুল পোশাক পরতেও ভালো লাগে, কেমন যেন আবহাওয়ার সাথে মিলে যায়

৭. এই সিজনের শেষের দিকেই বাতাসে শীতের আমেজ পাওয়া যায়, আবার একই সাথে অনেক সময় বৃষ্টির আনন্দটাও উপভোগ করা যায়

SHARE THIS ARTICLE