Menu
menu-icon close
  • মাইরালা
  • ভাল্লাগসে

স্পোর্টসের সাথে অন্য যে বিষয়গুলো অলিম্পিকে অন্তর্ভুক্ত করলে বাংলাদেশিরা অবশ্যই গোল্ড মেডেল নিয়ে আসবে

Thumbnail

by Bishal Dhar

২২:০৬, ৭ অক্টোবর ২০২২

স্পোর্টসের সাথে অন্য যে বিষয়গুলো অলিম্পিকে অন্তর্ভুক্ত করলে বাংলাদেশিরা অবশ্যই গোল্ড মেডেল নিয়ে আসবে

অলিম্পিক গেমসে এখন অবদি বড় কোন অর্জন নেই বিপুল জনসংখ্যার দেশ বাংলাদেশের। তাই আজ আমরা নিয়ে এসেছি নতুন কিছু স্পোর্টআইডিয়া, যেগুলো অলিম্পিক ইভেন্টে যুক্ত করার জন্য অলিম্পিক কমিটির কাছে আবেদন করতে পারে বাংলাদেশ। আর এসব বিষয়গুলো স্পোর্টস হিসেবে অলিম্পিকে যুক্ত করতে পারলেই বাংলাদেশিরা অলিম্পিক থেকে গোল্ড মেডেল নিয়ে আসবেই আসবে

১. স্ট্রিট ফুড খাওয়া অথবা বানানো

২. অন্যদের ব্যক্তিগত জীবন নিয়ে জাজমেন্ট দেওয়া

৩. অনুভূতিতে আঘাত পাওয়া

৪. স্ট্রিট হকারদের সাথে দামাদামি করা

৫. নিজস্ব বৈজ্ঞানিক ব্যাখ্যা তৈরি করা

৬. সোস্যাল মিডিয়ায় কমেন্টযুদ্ধ করা

৭. ভাইরাল ইস্যু নিয়ে কাঁদা ছোড়াছুড়ি করা

৮. অন্যদের মোটিভেশন দেওয়া

৯. খালি রাস্তায়ও জ্যাম বাঁধিয়ে ফেলা

১০. অদ্ভুত সব স্ক্রিপ্টের সিনেমা বানানো

SHARE THIS ARTICLE