লোকাল বাসে উঠলে যে ১০ ধরনের যাত্রী আপনি দেখবেনই
by Bishal Dhar
১৫:২৮, ২৪ আগস্ট ২০২২
পাবলিক ট্রান্সপোর্ট পাবলিকের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কারণ শহরের মানুষদের বিরাট একটি অংশের চলাচলের একমাত্র উপায় হচ্ছে শহরের লোকাল বাসগুলো। আর এই বাসে উঠলে প্রতিদিন নতুন নতুন অনেক গল্পের দেখা মিলবেই। তবে কিছু চরিত্র যেগুলো মোটামুটি সব বাসেই প্রায় একধরনের, মানে যেকোন বাসে উঠলেই এই ধরনের চরিত্রের সাথে মিলে যাওয়া মানুষের দেখা আপনি পাবেনই।
১. পলিটিক্যাল অ্যানালিস্ট: এরা দেশ, রাজনীতি নিয়ে নিজের জ্ঞান বাসযাত্রীদের মাঝে বিলাতে ভালোবাসে
২. ফাইটার: ১/২ টাকা ভাড়া নিয়ে কন্ডাক্টরের সাথে যুদ্ধ করতে ভালোবাসেন এনারা
৩. কুম্ভকর্ণ: বাসে উঠেই এক ঘুমে বাসায় পৌঁছে যায় এরা
৪. গল্পবাজ: পাশের মানুষের সাথে পুরো জার্নিতে নানান অহেতুক বিষয় নিয়ে গল্প করতে ভালোবাসেন এনারা
৫. মিউজিক লাভার: বাসে উঠেই কানে একটা এয়ারফোন গুজে বাকি দিনদুনিয়া ভুলে যায় এরা
৬. মিস্টার/মিস সহমত: ভালো না লাগলেও পাশের যাত্রীর সব কথা শুনে বাধ্য হয়ে মাথা ঝাঁকিয়ে সহমত সহমত করে যান এরা
৭. ফাইটার ২: জানলার দখল নিয়ে অন্য যাত্রীর সাথে যুদ্ধে লিপ্ত হন এনারা
৮. সিট হান্টার: তীব্র শিকারির মতো এদের চোখ কোথাও কোন সিট খালি হলেই সবাইকে ধাক্কা মেরে সিটের দখল নিতে এরা বেশ পারদর্শী
৯. লাউড স্পিকার: ফোনে জোরে জোরে কথা বলে সবাইকে বিরক্ত করেন এনারা
১০. Error: অন্য সিট খালি থাকা সত্ত্বেও এরা মহিলাদের সিটে গিয়েই বসবে
SHARE THIS ARTICLE